Monday, August 22, 2016

ইরাকে ৩৬ আইএস জিহাদির ফাঁসি

ইসলামিক স্টেটের (আইএস) ৩৬ জিহাদিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক।
২০১৪ সালে সাবেক মার্কিন ঘাঁটি ক্যাম্প স্পেইসারে সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রায় ১,৭০০ ক্যাডেটকে হত্যার অভিযোগে এসব জিহাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আইএস উত্তর ইরাকজুড়ে বিস্তীর্ণ এলাকার দখল নেওয়ার পর তিকরিতের কাছের ওই ক্যাম্পটিতে এ হত্যাযজ্ঞ চালায়।নিহতদের বেশিরভাগই ছিল শিয়া ক্যাডেট। যারা আইএসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিলেন।

আইএস জঙ্গিরা তাদেরকে হত্যার ছবি এবং ভিডিও প্রকাশ করে। একবছর পরে পাওয়া যায় তাদের গণকবর। ইরাক সরকার এলাকাটি আইএস এর কাছ থেকে পুনর্দখল করার পর গণকবরের সন্ধান পায়।

স্পেইসার ক্যাম্প হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে ৪০০ জন ছিলেন ধিকার প্রদেশের।

ওই অপরাধে দোষী সাব্যস্ত ৩৬ জনের ফাঁসি কার্যকর করা হয় নাসিরিয়াহ কারাগারে রোববার সকালে। ধিকার প্রদেশের গভর্নরের কার্যালয়ের মুখপাত্র একথা জানিয়েছেন।

যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের সবাই ইরাকি নাগরিক বলে মনে করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

বিচারের সময় অভিযুক্তদের কেউ কেউ দাবি করেছেন, হত্যাযজ্ঞের সময় তারা তিকরিতের কাছে ছিলেন না। আবার অন্যান্যরা জানান, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হয়নি অথবা নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

আইএস তিকরিত শহর দখলের পর ক্যাম্প স্পেইসার ঘিরে রেখেছিল জিহাদিরা। কয়েক হাজার বন্দির মধ্যে শিয়াদের আলাদা করে লরিতে তুলে নিয়ে যায় তারা। তাদেরকে জোর করে মাটিতে মুখ রেখে শুইয়ে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ