সমাজবাদী পার্টি নেতা সুরেন্দ্র সিং প্রজাপতি (বাঁ দিকে) এবং নিগৃহীত নারী |
ভারতে স্বামীর চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে উত্তরপ্রদেশের বেরেলির সমাজবাদী পার্টির নেতা সুরেন্দ্র সিং প্রজাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের উল্লেখ করে হিন্দুস্তান টাইমস জানায়, মুরাদাবাদের কান্ত এলাকার বাসিন্দা এক নারীর স্বামীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজনৌরের অজয় নামে এক ব্যক্তি। অজয় এ জন্য তাঁর কাছ থেকে সাড়ে আট লাখ টাকা নেয়। এরপর অজয় অমরোহার প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা সুরেন্দ্র সিং প্রজাপতির সঙ্গে কথা বলার জন্য গত সোমবার ওই নারীকে হোটেলে ডাকেন।
হোটেলে যাওয়ার পর অজয় এবং সুরেন্দ্র সিং তাঁকে ধর্ষণ করেন বলে ওই নারীর অভিযোগ। এ ঘটনার পরদিন ওই দুজনের নামে সুভাষনগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত নারী। অভিযোগ পাওয়ার পরই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।-হিন্দুস্তান টাইমস