Friday, November 18, 2016

বাংলাদেশের দিকে দৌঁড়ে আসছে রোহিঙ্গা মুসলমানরা


আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর গুলির ভয়ে প্রাণ বাঁচাতে দেশটির পশ্চিমের রাজ্য রাখাইন থেকে শত শত রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড়ে আসছে। কিন্তু, এদের কাউকে-ই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাখাইন রাজ্যের মংড়ুতে গত মাসে পুলিশের ওপর হামলাকে কেন্দ্র করে বিদ্রোহীদের দম অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। অভিযান চলাকালে সেনাবাহিনী কয়েকটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। এমনকি হেলিকপ্টার গানশিপ থেকে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সহিংসতায় রাজ্যটিতে এ পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তবর্তী নাফ নদী পাড়ি দিচ্ছেন রোহিঙ্গারা। কিন্তু তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রোহিঙ্গাদের কয়েকটি নৌকা মঙ্গলবার ফিরিয়ে দেওয়ায় সেগুলো এখন সমুদ্রে ভেসে আছে। আবার সীমান্ত পাড়ি দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রোহিঙ্গাদের পেছন থেকে গুলিও করেছে।

এক রোহিঙ্গা নেতা রয়টার্সের সাংবাদিককে বলেছেন, ‘বাসিন্দারা আমাকে জানিয়েছেন নদীর তীরে ভীড় করা রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়ে সেনাবাহিনী প্রায় ৭২ জনকে হত্যা করেছে।’

প্রসঙ্গত, ২০১২ সালেও রাখাইনে চরমপন্থী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা চালিয়েছিল। ওই ভয়াবহ দাঙ্গার পর অনেক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। তবে তাদের সীমান্তে আটকে দেয়া হয়েছিল।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ