Friday, December 25, 2015

চাপের মুখে অবশেষে রাজি হল সিরিয়া


আন্তর্জাতিক ডেস্ক : চাপের মুখে একধাপ নিচে নামলো সিরিয়া। জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিতে সিরিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম। সেই সঙ্গে ঐক্যমতের সরকার গঠনেও সম্মতির কথা জানিয়েছন তিনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি সমাধানের প্রস্তাব পেশ করে। সেখানে সিরিয়ার শান্তি প্রক্রিয়ার জন্য একটি আন্তর্জাতিক ‘রোড ম্যাপ’ অনুমোদন করা হয়। জানুয়ারির শেষের দিকেই এই শান্তি আলোচনার পরিকল্পনা করেছে। মুয়ালেম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইংয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি আরো বলেন, বিরোধী প্রতিনিধি দলের লিস্ট পেয়ে গেলে তাদের জন্য নিজেদের প্রতিনিধি তৈরি করা সম্ভব হবে। তিনি জানিয়েছেন, ‘আমরা আশা করি এই শান্তি আলোচনা সফলভাবে আমাদের একটি ঐক্যমতের সরকার গঠনে সহায়তা করবে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্তর্ভূক্ত দেশগুলো মূলত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এই দেশগুলোকে নিয়েই সিরিয়ার চলমান সংঘাতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চায় নিরাপত্তা পরিষদ।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ