Thursday, December 3, 2015

যুক্তরাষ্ট্রে সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১৪

story imageযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এই হামলায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়েছে।

হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে এক নারী ও এক পুরুষ বন্দুকধারী নিহত হয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। 

তাদের কয়েকজন একটি এসইউভিতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানিয়েছেন স্যান বার্নারডিনোর পুলিশ প্রধান জ্যারড বারজুয়ান।

পুলিশ বলছে, হামলাকারীদের হাতে অ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান ছিল। তাদের পরনে ছিল কমান্ডো পোশাক।

এফবিআই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এটা জঙ্গি হামলার কোনো ঘটনা ছিল কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, “হামলার উদ্দেশ্য এখনো আমাদের কাছে স্পষ্ট নয়।”

বলা হচ্ছে, ২০১২ সালে নিউটনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলির ঘটনার পর এটিই যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার সবচেয়ে বড় ঘটনা। নিউটনের স্কুলে ওই ঘটনায় হামলাকারীসহ ২৭ জন নিহত হয়।

 

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ