Saturday, December 12, 2015

১০ টাকায় মন্ত্রীর সঙ্গে সেলফি!


আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের মেয়ের স্টাইলে সেলফিতে অনুপ্রাণিত ভারতরে মধ্যপ্রদেশের মন্ত্রী! নিজের নির্বাচন কেন্দ্রের বাসিন্দাদের এক অদ্ভূত অফার দিয়েছেন মধ্যপ্রদেশের খাদ্য এবং নাগরিক সরবরাহ মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুলবেন তিনি। তবে বিনিময়ে দিতে হবে ১০ টাকা, যা ব্যবহৃত হবে সমাজকল্যাণমূলক কাজে। এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ওই মন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে তার অনুপ্রেরণা রানি দ্বিতীয় এলিজাবেথের মেয়ে অ্যানে। সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলতেন ও হাত মেলাতেন তিনি। বিনিময়ে দিতে হত কিছু অর্থও। সেই ফান্ড ব্যবহৃত হত ব্রিটেনের সমাজকল্যাণমূলক কাজে। মন্ত্রী জানিয়েছেন, এই প্রথা শুধুমাত্র তার নিজের কেন্দ্র মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার হারসুদ-এই প্রযোজ্য। তবে, যাদের ১০ টাকা দেওয়ার ক্ষমতা নেই, তারাও তার সঙ্গে ছবি তুলতে পারেন। এই ফান্ড উন্নয়নমূলক কাজের জন্যই সংগ্রহ করা হবে। নিজের বিধানসভা কেন্দ্রে একটি উপজাতিদের জন্য বৃদ্ধাশ্রম খোলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তবে শাহ জানিয়েছেন, এই পদ্ধতিতে টাকা সংগ্রহের প্রস্তাবটুকুই তিনি রেখেছেন মাত্র। এখনও সম্পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়নি। বিধানসভায় এব্যাপারে চূড়ান্ত বৈঠকের পরই এবিষয়ে মত চূড়ান্ত করা হবে।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ