Friday, February 26, 2016

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত



যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের হার্ভে কাউন্টিতে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে।
ওই বন্দুকধারীর নাম সেডরিক ফোর্ড (৩৮)। তিনি একটি ঘাস কাটার মেশিন উৎপাদন কারখানার কর্মী ছিলেন।
রয়টার্স-এর খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নির্বিচার গুলি শুরু করেন সেডরিক। শুরুতে একাধিক স্থানে গুলি চালানোর পর হার্ভে কাউন্টির হেস্টনে অবস্থিত নিজ কারখানায় ঢোকেন তিনি। এরপর সেখানেও নির্বিচার গুলি চালান তিনি।

হার্ভে কাউন্টির পুলিশ কর্মকর্তা টি ওয়াল্টন বলেন, সেডরিক শুরুতে নিউটন এলাকার এক ট্রাকচালকের ঘাড়ে গুলি করেন। এর পর অন্য একটি রাস্তায় এক পথচারীর পায়ে গুলি চালান তিনি। পরে কারখানায় ঢুকে নির্বিচার গুলি চালাতে থাকেন তিনি। এর পর পুলিশ গুলি চালিয়ে হত্যা করে হামলাকারীকে।

‘এখানে যা ঘটেছে তা ছিল ভয়ংকর’, বলেন ওয়াল্টন।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কিছু বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের জোর দাবি উঠেছে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে এ বিষয়টি বড় ইস্যু হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ