Sunday, February 21, 2016

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিজিট ভিসায় সৌদি আরব এসে পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে রিয়াদে ফেরার পথে রিয়াদ থেকে ৩৩০ কিলোমিটার অদুরে আল খাছরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী মাইক্রোবাস অন্য আরেকটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন বাংলাদেশী নিহত হয়েছেন । আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

আহতদেরকে আল গোয়াইয়া সরকারী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মৃত ৪ জনের লাশ আল খাছরা সরকারী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহতরা হলেন- যশোরের কেশবপুরের আব্বাস আলী এবং তার স্ত্রী রেহানা আক্তার , ঝিনাইদহের শেখ পাড়ার শিউলি বেগম এবং তার ছেলে ওমর আল সায়েম।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ