সিরিয়া ও ইরাকে বসবাসকারী বাবারা প্রতিনিয়ত নিজের সন্তানের জীবন রক্ষার সংগ্রাম করে চলেছেন। যেসব শরণার্থীরা নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে তারাও নিজের সন্তানকে নিয়ে কতশত বিপদ মোকাবেলা করছেন প্রতিদিন। তবুও আঁচ আসতে দিচ্ছেন না সন্তানের গায়ে।
পরিবারকে একটি সুন্দর জীবন দেওয়ার আশায় সব কষ্টই নীরবে সহ্য করছেন বাবারা। তেমনই কিছু বাবার ছবি উঠে এসেছে ক্যামেরায়। হাফিংটন পোস্টে প্রকাশিত সেসব ছবিতে দেখা যাচ্ছে প্রচণ্ড বিপদের মধ্যেও সন্তানকে কিভাবে আগলে রাখছেন বাবারা। দেখে নিন সেই ছবিগুলোই। নিজের চেহারায় দুশ্চিন্তা ও হতাশার ভাঁজ থাকলেও তা বিন্দুমাত্র লাগতে পারেনি সন্তানের গায়ে।