অনলাইন ডেক্স : ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তির জন্য তুরস্ক মৃত্যুদন্ডের বিধান তুলে দিয়েছিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তার সরকার এই বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নিবে। তিনি বলেন, গনতান্ত্রিক ব্যবস্থায় জনগন যা বলবে সেভাবেই সিদ্ধান্ত হয়। আমার সরকার এই বিষয়ে বিরোধী দলের সাথেও কথা বলবে।
অভ্যুত্থানের চেষ্টাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবীর মধ্যে ইস্তাম্বুলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা আর দেরী করতে চাই না। যারা অভ্যত্থানের চেষ্টা করেছে অবশ্যই তাদের চড়া মূল্য দিতে হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তির জন্য ২০০৪ সালে তুরস্ক মৃত্যুদন্ডের বিধান তুলে দেয়।
সূত্র: আলজাজিরা।