তিনি দলের ইউটিউব চ্যানেলে হিন্দিতে এক ভিডিও বার্তায় বলেন, 'মোদি হতাশ। তিনি আমাকে হত্যাও করতে পারেন। তিনি সবকিছু করতে পারেন।'
দলের কয়েকজন এমপির বিরুদ্ধে মামলা দায়ের করায় কেজরিওয়ালের আপ এখন বেশ সমস্যায় পড়েছে। তাছাড়া দিল্লির সরকার মোদির নেতৃত্বাধীন ভারত সরকারের সাথে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
আপ বলছে, সরকার এখনো ২০১৫ সালের পরাজয় হজম করতে পারেনি।
কেজরিওয়াল তার দলের সদস্যদের বলেন, তারা দলিতদের কণ্ঠ উচ্চকিত করতে দিচ্ছে না। তারা রোহিত ভেমুলাকে গুঁড়িয়ে দিয়েছে। তারা কৃষকদের ধ্বংস করছে। তারা তরুণ ও ছাত্রদের ধ্বংস করছে। তারা আমাদের ধ্বংস করতে কোনো কিছু করা বাকি রাখবে না।
তিনি বলেন, মোদি ও বিজেপি প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছে। মোদি হতাশ ও ক্রুদ্ধ হয়ে পড়েছেন। তিনি আর বুদ্ধিবিবেচনা খাটিয়ে চিন্তা করতে পারছে না।
তিনি বলেন, আমি সবাইকে বলছি, এটা অত্যন্ত সঙ্কটজনক অধ্যায়। আপনারা এ নিয়ে নিজেদের মধ্যে, পরিবারের মধ্য আলোচনা করুন। পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।-সূত্র : হিন্দুস্তান টাইমস
এখানে ভিডিও দেখুন