দিল্লিতে মানবাধিকার কর্মী শবনম হাসমির উপস্থিতিতে পুলিশের সামনে ওই নির্যাতিতা বলেন, 'ধর্ষণের আগে গরুর মাংস খেয়েছি কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে না বলা সত্বেও নিস্তার মেলেনি আমাদের।'
২৪ আগস্ট মেওয়াটের গ্রামের বাড়িতে ২০ বছরের এক যুবতী ও তার ১৪ বছরের বোনকে গণধর্ষণ করা হয়। যুবতীর কাকা-কাকিমাকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।
ধর্ষণ ও খুনের অভিযোগে স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এনডিটিভি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গৌ-রক্ষক কমিটির সদস্যদের এই ঘটনার সঙ্গে কোনও যোগাযোগ নেই। অভিযুক্তরা প্রত্যেকই মদ্যপ ছিল বলে দাবি পুলিশের।