Saturday, September 24, 2016

ভারতের দিকে মিসাইল তাক করে ফেলেছে পাকিস্তান




ভারতের তরফে সম্ভাব্য হামলার আশঙ্কা করে প্রত্যাঘাতের ঘুঁটি সাজিয়ে ফেলেছে পাকিস্তান।

পাকিস্তানের জিও টিভির রিপোর্টে বলা হয়েছে, ভারতের কোথায় কোথায় পাকসেনা হামলা চালাবে, সেই টার্গেট ইতিমধ্যেই ছকে ফেলা হয়েছে। সীমান্ত পেরিয়ে ভারত হামলা চালালে, পাকসেনা যাতে তত্‍‌ক্ষণাত্‍‌ মোক্ষম জবাব দিতে পারে, সেই প্রস্তুতি সেরে রাখা হয়েছে।



পাক সেনার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, যুদ্ধবাজ ভারতের দিক থেকে কোনওরকম আগ্রাসনের চেষ্টা হলে, পাকিস্তান তার যোগ্য জবাব দিতে তৈরি আছে। অন্য একটি সূত্রেও উল্লেখ করা হয়, পাকিস্তান যুদ্ধের জন্য তৈরি। যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। আঘাত হলেই প্রত্যাঘাতে জবাব দেওয়া হবে।

সূত্রের খবর, শুধুই টার্গেট ঠিক করে রাখা নয়, সেইমতো সেনাও মোতায়ন করে দেওয়া হয়েছে। পরিকল্পনা মতোই পরপর টার্গেটে আঘাত করা হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, পাক আর্মির ক্ষমতা সম্পর্কে ভারত নিশ্চয়ই সতর্ক রয়েছে। সীমান্তরক্ষায় যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় পাকসেনা প্রস্তুত।


সম্প্রতি উরি সেনা ছাউনিতে হামলায় ১৮ সেনার মৃত্যুর প্রেক্ষিতে দু-দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দেওয়া হবে।- ইন্ডিয়া টাইমস

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ