সেলানগর রাজ্য পুলিশের প্রধান আব্দুল সামাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: এনডিটিভি
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে একদল প্রতিবাদকারীর হাতে লাঞ্ছিত হয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত।
এনডিটিভি বলছে, সোমবার মালয়েশীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার শ্রীলঙ্কার হাইকমিশনার (রাষ্ট্রদূত) ইব্রাহিম সাহিব আনসারের ওপর চালানো হামলায় তিনি সামান্য আহত হন।
তবে কারা কেন ইব্রাহিম সাহিবের ওপর হামলা চালিয়েছে তার বিস্তারিত প্রকাশ করেননি তারা।
সেলানগর রাজ্য পুলিশের প্রধান আব্দুল সামাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে রাষ্ট্রদূতের ওপর হামলা হয়েছে তা বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে কলম্বোতে মালয়েশিয়ার শীর্ষ দূত ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহকে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে কলম্বোর কূটনৈতিক মিশনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দাবি করা হয়।
সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক করার পরও মালয়েশীয় কর্তৃপক্ষ ‘যথাযথ সুরক্ষার ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা’ প্রকাশ করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।
গেল সপ্তাহে কুয়ালালামপুরে একশরও বেশি ভারতীয় জড়ো হয়ে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। ওই সময় রাজাপাকসে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুর ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।