Saturday, December 5, 2015

সৌদি ৬ষ্ঠ রণতরি ডুবিয়ে দিল ইয়েমেন





আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনি সেনাবাহিনী ও বিদ্রোহী আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় আরো একটি সৌদি রণতরী ধ্বংস হয়েছে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের কাছে শনিবার এ সৌদি রণতরীর সলিল সমাধি হয়। ইয়েমেনের আরবিভাষী নিউজ ওয়েবসাইট আল-মাসিরাহ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার তায়েজের মুখ উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস হয়ে যায়। তায়েজের নিরীহ মানুষদের বিরুদ্ধে অব্যাহত রকেট হামলার প্রতিবাদে এ রণতরী ডুবিয়ে দেয়া হলো। গত কয়েক মাসে এ নিয়ে ৬ষ্ঠ সৌদি যুদ্ধজাহাজ ধ্বংস করল ইয়মেনি বাহিনী। অক্টোবর মাসের ৭ তারিখে বাব-আল মান্দাবে প্রথম সৌদি রণতরীকে ডুবিয়ে দেয়া হয়েছিল।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ