Wednesday, December 9, 2015

সমুদ্রের গভীর থেকে হামলা করবে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক : এবার জলের গভীর থেকে সিরিয়ার উপর হামলা চালানোর পন্থা নিল রাশিয়া। সাবমেরিন থেকে ছোঁড়া হবে মিসাইল। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারজাই সোইগু জানিয়েছেন, রস্টভ-অন-ডন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে কালিবার ক্রুজ মিসাইল। দুটি আইএস ঘাঁটি লক্ষ্য করে এই মিসাইল ছোঁড়া হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ার বিমান হামলা করা শুরু করেছে রাশিয়া। রাশিয়ার দাবি তারা সবসময় সিরিয়ার জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালায়। যদিও তাদের হামলায় বেশ কিছু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা কালিবার ক্রুজ মিসাইল ব্যবহার করছি। যা রস্টভ-অন-ডন সাবমেরিন থেকে ছোঁড়া হচ্ছে। সোইগু আরও জানিয়েছেন যে আমেরিকাকেও আগেই হামলার বিষয়ে জানিয়েছিল রাশিয়া। অক্টোবরে সিরিয়ার টার্গেট থেকে ১৫০০ কিলোমিটার দূরে রাশিয়া ২৬ টি ক্রুজ মিসাইল ছুঁড়েছে যুদ্ধজাহাজ থেকে।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ