ঢাকা: তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানে শনিবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। একটি বিধ্বস্ত বহুতল ভবনের নিচে চাপা পড়ে এক শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৮ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় শহরের লোকজন ঘুমিয়ে ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎপত্তি দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি ছোট আকারের কম্পন অনুভূত হয়েছে বলে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
এতে ২০ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত তাইনান শহরে কমপক্ষে চারটি ভবন ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একটি ১৭ তলা ভবনও। ওই বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ সাতজন। বিধ্বস্ত ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ২২০ জনকে উদ্ধার করেছেন।
তাইওয়ানে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার এক ভূমিকম্পে ২৩শ মানুষ প্রাণ হারিয়েছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎপত্তি দক্ষিণাঞ্চলীয় তাইনান শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পটির পর আরো বেশ কয়েকটি ছোট আকারের কম্পন অনুভূত হয়েছে বলে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
এতে ২০ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত তাইনান শহরে কমপক্ষে চারটি ভবন ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একটি ১৭ তলা ভবনও। ওই বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ সাতজন। বিধ্বস্ত ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে বিবিসি জানিয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ২২০ জনকে উদ্ধার করেছেন।
তাইওয়ানে ভূমিকম্প কোনো নতুন ঘটনা নয়। ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার এক ভূমিকম্পে ২৩শ মানুষ প্রাণ হারিয়েছিল।