আন্তর্জাতিক ডেস্ক : একটি গাড়ি। সেও আবার বিক্রি হলো ২৭০ কোটি বাংলাদেশি মুদ্রায়! এ বছরের প্রথম ক্ল্যাসিক্যাল গাড়ি হিসেবে এটিকেই ধরা হয়।
প্যারিসে সম্প্রতি এই গাড়িটি নিলাম ডাকা হয়। সেখানেই অতীতের সব রেকর্ড ব্রেক করে ২৪.৭ মিলিয়ন পাউন্ড দিয়ে ওই গাড়িটি কিনে নেয়া হয়। বর্তমানে সেই ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি নামের গাড়িটিই বিশ্বের সবচেয়ে দামি রেসিং কার।
পূর্বের রেকর্ডটি ছিল ১৯৫৩ সালে নির্মিত মার্সিডিজ বেঞ্চের ডব্লিউ ১৯৬ রেসিং কারের। জুয়ান ম্যানুয়েল ফাংগিনোর ড্রাইভকৃত গাড়িটি ২০১৩ সালের একটি নিলামে ১৭.৫ মিলিয়ন পাউন্ডে বিক্রয় করা হয়েছিল।
এত বিশাল দাম দিয়ে গাড়িটি কিনলেও শখের গাড়িটি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বের হতে পারবেন না ক্রেতা। কেননা গাড়িটি শুধুমাত্র রেস করার জন্যই তৈরি করা হয়েছে।
উৎপাদনকারী কোম্পানি মাত্র ৪ টি ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি কার তৈরি করেছিল। এই গাড়িটি প্রায় ৪০ বছর একজন ফরাসী গাড়ি সংগ্রাহকের সংগ্রহে ছিল। এবারই প্রথমবারের মতো প্যারিসে নিলামে উঠানো হয়েছিল গাড়িটি।
ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিটি রেসিং কারটি ১৯৫৭ সালে পিটার কলিন্স নামের একজন রেসার প্রথম চালিয়ে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।