Thursday, June 23, 2016

রমজানে প্যালেস্টাইনীদের ‘পানিতে মারার’ ব্যবস্থা ইসরাইলের



প্যালেস্টাইনের পশ্চিম তীরের স্যালফিত এলাকাটির ভূগর্ভে রয়েছে পানির বিপুল মজুদ। কিন্তু ইসরায়েলের বাধার কারণে সেই পানি তোলা ও ব্যবহারের অধিকার নেই স্যালফিতবাসীর।

সেই অধিকারহীনতার গোদের ওপর বিষফোঁড়া হয়েছে ইসরায়েলের আরেক অপকর্ম। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে ওই এলাকায় পানি সরবরাহ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে ইসরাইল। ইসরাইল ন্যাশনাল ওয়াটার কম্পানি মেকোরত এই অপকর্মের হোতা।

স্যালফিতের ওয়াটার অ্যান্ড ওয়াস্টওয়াটার ডিপার্টমেন্টের প্রধান সালেহ আফানেহ জানান, আমরা এখন আমাদের চাহিদার ৩০ থেকে ৪০ ভাগ পানি পাচ্ছি।

তিনি জানান, প্রথম রোজার দিন টানা ২৪ ঘন্টা পানি সরবরাহ বন্ধ ছিল। তারপর সরবরাহ চালু হলেও পাচ্ছি চাহিদার অর্ধেক।

স্থানীয় মেয়র শাহের এসতিয়েহ বলেন, আমরা প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী পর্যন্ত দৌঁড়েছি। কিন্তু কোনো সাহায্য পাইনি। আর ইসরায়েল তো পানি সংকটের কথা স্বীকারই করছে না।

শুধু স্যালফিতে নয়, পশ্চিম তীরের জেনিন ও নাবলুসেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ইসরাইলী কর্তৃপক্ষ বয়ান দিয়েছে যে তারা পানি সরবরাহ বন্ধ বা হ্রাস কোনোটাই করেনি। জেনিনে সংকট যেটা, সেটা হয়েছে পানির পাইপ ভেঙে যাওয়ার কারণে। আর স্যালফিতে একটি পাইপে বিস্ফোরণ ঘটায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন, এরকম কোনো দুর্ঘটনার কথা তাদের জানা নেই।

স্থানীয় একটি অ্যাডভোকেসি গ্রুপের সমন্বয়কারী ক্যামিলা কোরদিন বলেন, ইসরাইলের পানির কোনো অভাব নেই। তারা বরং প্যালেস্টাইনের পানিসম্পদও নিয়ন্ত্রণ করে। আসল কথা হচ্ছে, প্যালেস্টাইনীদের দাবিয়ে রাখতে ইসরায়েল পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সূত্র : আল জাজিরা।

মূলপাতা

সমগ্র বাংলাদেশ

এক্সক্লুসিভ