ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে ২০ জুন ‘আল ফাতিহিন’ নামের ওই সংবাদপত্রটি প্রকাশ শুরু করে আইএস। সোমবার এ তথ্য জানিয়েছে মালয়েশীয় দৈনিক বেরিতা হারিয়ান। আরবি শব্দ আল ফাতিহিন- এর অর্থ ‘বিজয়ী’। পত্রিকাটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে বিতরণ করা হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে একজন নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, মালয়েশীয় ভাষায় এই পত্রিকাটি প্রকাশের অর্থ, আইএস বর্তমানে মালয়েশিয়ার দিকে দৃষ্টি দিয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের মনস্তাত্ত্বিক প্রচারণা থেকে বোঝা যায়, এখানে সন্ত্রাসীদের বড় ধরনের লক্ষ্য আছে। মালয় ভাষার মানুষের মধ্যে তারা প্রভাব বিস্তার করতে চাইছে।’
মালয় ভাষায় পত্রিকাটি প্রকাশ থেকে আরো বোঝা যায়, এর সম্পাদক এবং প্রকাশক উভয়ই হয়তো মালয়েশিয়ার নাগরিক। পবিত্র রমজান মাসকে উদ্দেশ্য করেই ২০ পৃষ্ঠার ওই পত্রিকাটির প্রথম সংস্করণ বের করে আইএস।