জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী শুক্রবার বিকেলে মিউনিখের অলেম্পিয়া শপিং মলে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। সর্বশেষ খবর অনুযায়ী সেখানে বড় ধরণের অভিযানে নেমেছে জার্মান পুলিশ। রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের সংবাদে জানা যায়, বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।হামলাকারীর সংখ্যা একাধিক বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আশেপাশে জনসাধারণকে যেতে দেয়া হচ্ছে না । বেশ কয়েকজন শপিং মলের ভেতরে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত না করলেও বেশ কয়েকজনের হতাহতের কথা জানিয়েছে মিউনিখ পুলিশ, তবে এক ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তারা।
গত সোমবারও জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুঠার নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক আফগান কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।