আইএস এই হামলার দায় স্বীকার করেছে। এর আগেও গ্রুপটি হাজারা জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছিল।
আইএসের ওয়েবসাইট আমাক জানায়, তাদের দুই যোদ্ধা বিস্ফোরক বেল্ট পরে শিয়া জমায়েতে বিস্ফোরণ ঘটিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্দ ইসমাইল কাওসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহত ও আহতদের কাছে ইস্তিকলাল হাসপাতালে নেয়া হয়েছে।
কাবুল থেকে আল জাজিরার কায়েস আজিমি বলেন, কয়েক বছরের মধ্যে আফগানিস্তানে এটাই রাজধানীতে সবচেয়ে প্রাণঘাতী হামলা।