হযাত্রীকে বাঁচাতে গিয়ে চীনে বাঘের আক্রমণে মারা গেলেন এক নারী পর্যটক। একই ঘটনায় আহত হয়েছেন এক পুরুষও। বেইজিংয়ের বাদালিং ওয়াইল্ড লাইফ পার্কে সাফারি ট্যুরে ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা ।
বাঘের সংরক্ষিত এলাকায় একটি সাদা সেডান গাড়ি থামলে দরজা খুলে এক নারী নেমে পড়লে অতর্কিতে একটি বাঘ তাকে আক্রমণ করে। চোখের পলকে টেনে নিয়ে যায় তাকে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক নেমে এসে ওই নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া বাঘটিকে ধাওয়া করেন। তার সঙ্গে যোগ দেন আরেক নারী যাত্রী।
নিরাপত্তার কাজে নিয়োজিত পার্কের একটি জীপের চালকও ওই নারীকে উদ্ধার করতে দ্রুত ছুটে যান। কিন্তু টেনে নেয়া সহযাত্রীকে উদ্ধার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে সহযাত্রী নারী মারা যান আরেকটি বাঘের হামলায়।
তদন্তের কারণে জনসাধারণের জন্য সাফারি পার্কটি বন্ধ রাখা হয়েছে। নিয়ম অনুসারে চীনের অন্যতম এই বৃহৎ সাফারি পার্কে পর্যটকদের গাড়ির ভিতরে থাকার কথা।